নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০২২

মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নজরুল গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। তার নাম মো. নজরুল ইসলাম (৭৫)।

গত রোববার ( ৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান। নজরুলের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার নয়ালতলায়। তিনি এখন রাজধানীর মিরপুর-১ এলাকায় থাকতেন।

মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানাধীন এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুনাল গত ২৮ জুলাই রায় ঘোষণা করেন। রায়ে নজরুলসহ ৫ আসামিকে মৃত্যুদন্ডপ্রাপ্ত দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদন্ডপ্রাপ্ত,যুদ্ধাপরাধী,নজরুল গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close