নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০২২

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে এপিক প্রপার্টিজের মুনসুন ব্লাস্ট মেলা

ছবি : প্রতিদিনের সংবাদ

এ বছরেই ২০-এ পা রাখতে যাচ্ছে দেশের স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিঃ। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এপিক তার চলমান প্রকল্পগুলো ক্রেতাসাধারণের সামনে তুলে ধরার প্রয়াসে ৬ আগস্ট থেকে নগরীর লালখান বাজারে চাঁনমারী রোডে অবস্থিত কন্ডোমিনিয়াম প্রকল্প ‘এস. এ. সিদ্দিকী পার্ক’ এ শুরু করেছে ০৭ দিন ব্যাপি ‘এপিক মুনসুন ব্লাস্ট ২০২২’।

নগরীর ভেতরেই কোলাহলমুক্ত আধুনিক জীবন ব্যবস্থার সব সুবিধা নিয়ে আমাদের আবাসন- এই স্লোগানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। এ সময় আরো উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেনসহ আমন্ত্রিত অতিথিগণ।

উদ্বোধনী বক্তব্যে এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, আধুনিক নগরায়নের পাশাপাশি গ্রাহকের চাহিদা মাথায় রেখে এপিক তৈরি করছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত প্রকল্প। মেলায় এসে সবাইকে এইসব নান্দনিক স্থাপনাসমূহের মডেল দেখার আহ্ববান জানান তিনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, নগর উন্নয়নে এপিক প্রপার্টিজ উত্তরোত্তর ভূমিকা রাখবে- এই আশা করি। তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠনে আবাসন শিল্পে এই প্রতিষ্ঠানকে আরো অবদান রাখার অনুরোধ জানান। পরে তিনি কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন। মেলায় আবাসন খাতের আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও ডিবিএইচ অংশগ্রহণ করছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,লালখান বাজার,মুনসুন ব্লাস্ট মেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close