reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাবিতে মশাল মিছিল

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি এবং শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশাল মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো।

রবিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মশাল মিছিল বের হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করেন তারা।

রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ বলেন, ‘তেলের দামসহ অন্যান্য দ্রব্যের দাম যেভাবে বাড়ানো হচ্ছে এটা জনগণের ওপর এক ধরনের জুলুম। নিম্ন আয়ের মানুষগুলোকে বাজারে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। লাগামহীনভাবে সরকার যেভাবে দাম বাড়িয়েছে তা মেনে নেয়ার মতো নয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি শিগগির তেলসহ অন্যান্য দ্রব্যের দাম কমিয়ে জনগণের পাশে থাকুন।’

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নাঈমুল ইসলাম নাইম বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমছে। গত বৃহস্পতিবারও (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দর হ্রাস পেয়েছে। অথচ বাংলাদেশে দাম বেড়েছে। এভাবে একের পর এক দাম বৃদ্ধির নজির বাংলাদেশের ইতিহাসে নাই, তাই এখন সময় এসেছে প্রতিবাদ করার।’

এ সময় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান, এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ বক্তব্য দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জ্বালানি তেল,মূল্যবৃদ্ধি,মশাল মিছিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close