সিরাজগঞ্জ প্রতিনিধি
এসআই পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবলীগ নেতা আটক

পুলিশ পরিচয়ে ছিনতাই করার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাহাত খান রুবেলকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) রাতে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক রাহাত উপজেলার পৌরসভার খান পাড়া মহল্লার বেল্লাল হোসেন খানের ছেলে। এ ছাড়া তিনি উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আসেন তিন কিশোর। সন্ধ্যার কিছু পরে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন তারা। আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল রোধ করেন রাহাত। পরে তিনি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) পরিচয় দিয়ে ছিনতাই করার চেষ্টা করেন।
এ সময় মোটরসাইকেল আরোহীরা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। একই সঙ্গে রাহাতকে আটক করেন।
আটকের বিষয়ে কথা বলার জন্য তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল বলেন, ‘আটকের বিষয়টি আমি একাধিক ব্যক্তির মুখে শুনেছি। বিষয়টি নিয়ে আমি নিজেও কথা বলার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা কেউই আমার ফোন রিসিভ করেনি।’
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল আটক করে নিজেকে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এস.আই) রুবেল হিসেবে পরিচয় দেন রাহাত। পরে ভুক্তভোগীরা ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযুক্ত নেতা থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’