নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২২

আনসারুল্লাহর ‘সক্রিয় সদস্য’ গ্রেপ্তার 

ছবি : সংগৃহীত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোনারপুর গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এটিইউ-এর দাবী, গ্রেপ্তার রাকিবুল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাকে গ্রেপ্তারের সময় একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।

শনিবার(৬ আগস্ট) এটিইউ-এর মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল ও তার সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। অনলাইনে যোগাযোগের মাধ্যমে জিহাদ ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করতো। তারা সহযোগীদের ফেসবুক আইডি, মেসেঞ্জারসহ বিভিন্ন যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে ষড়যন্ত্র, জন নিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। রাকিবুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আশুগঞ্জে থানায় একটি মামলা করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আনসারুল্লাহর,‘সক্রিয় সদস্য’,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close