নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২২

তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৮ 

ছবি : সংগৃহীত

রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজের মধ্যে করা ভাঙারির দোকানে কেমিক্যাল বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

শনিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম, মো. মিজান, মো. নূর হোসেন, মো. আলম মিয়া, মাছুম, মো. আল-আমিন, মো. শাহীন ও শফিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, উত্তরা তুরাগ এলাকা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বেশিরভাগের অবস্থাই খারাপ।

তিনি জানান, মো. মিজানের ৯৫ শতাংশ, মো. নূর হোসেনের ৯৫ শতাংশ, মো. আলম মিয়ার ৭০ শতাংশ, মাছুমের ৯৫ শতাংশ, মো. আল-আমিনের ৭৫ শতাংশ, মো শফিকুলের শরীরের ৮০ শতাংশ, মো. শাহীনের শরীরের ৩৫ শতাংশ ও মো. গাজী মাজহারুল ইসলামের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। এরমধ্যে গাজী মাজহারুল, মিজান, নূও হোসেন ও মাছুমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

দগ্ধ নূর হোসেনের ছেলে নাজমুল হাসান বলেন, বেলা ১১টার দিকে ওই গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমার বাবা ওই গ্যারেজের রিকশা চালাতো। আবার ভাঙ্গারির কাজও করতেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তুরাগে,রিকশার গ্যারেজে,বিস্ফোরণে,দগ্ধ ৮
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close