রংপুর ব্যুরো

  ০৫ আগস্ট, ২০২২

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এর জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মী যুব ও যুব নারীদের মাঝে চেক বিতরণ এবং মডেল মসজিদে দোয়া মাহফিল ও প্রীতি ভলিবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) সকালে রংপুর টাউন হলের সাহিত্য মঞ্চে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে রংপুর টাউল হলে আলোচনাসভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহীম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাফিয়া খানম, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফিসহ অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কাউট প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেখ কামাল,জন্মবার্ষিকী,রংপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close