ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২২

খবর প্রকাশের পর 

ধামরাইয়ে মহাসড়কের অবৈধ বাজার উচ্ছেদ

ছবি : প্রতিদিনের সংবাদ

প্রতিদিনের সংবাদ প্রত্রিকায় খবর প্রকাশের পর ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কালামপুর বাস স্ট্যান্ডে মহাসড়ক দখল করে কাচাঁ বাজার বসিয়ে লক্ষাধিক টাকা চাদাঁ আদায় করছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। এই শিরোনামে বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশ করা হলে শুক্রবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে গোলড়া হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ বাজারটি উচ্ছেদ করে দেন।

জানা গেছে, প্রতিদিনের সংবাদ পত্রিকায় এই বিষয়ে ছবিসহ একটি সংবাদ প্রকাশের পর গোলড়া হাইওয়ে থানার ওসি এই পদক্ষেপ গ্রহণ করেন। ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উপর অবৈধ কাচাঁ বাজার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এই বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, মহাসড়কের উপর বাজার বসিয়ে জনগনের দুর্ভোগ বাড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মহাসড়ক থেকে বাজার উচ্ছেদ করে সাধারণ জনগনের যাতায়েত সুগম করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,মহাসড়ক,অবৈধ বাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close