
ওসমানী মেডিকেলে হামলার আসামি দিব্য গ্রেপ্তার

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অন্যতম আসামি দিব্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে শাহপরান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি জায়গা নজরদারিতে রাখা হয়। এ প্রেক্ষিতে রাত ১২টায় অভিযান শুরু করা হলে আধা ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীর ওপর হামলার প্রধান আসামি দিব্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য আসামিদের অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ওসি।
এর আগে রোববার হাসপাতালের ভেতরে এক নারী ইণ্টার্ন চিকিৎসকের উপর হামলা করে দুর্বৃত্তরা। প্রতিবাদ করায় সোমবার রাতে ক্যাম্পাসে আরও দুই শিক্ষার্থীর ওপর হামলা করা হয়।
সেদিন মধ্যরাত থেকে জরুরি ও কার্ডিওলজি বিভাগ ছাড়া চিকিৎসাসেবা বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে তারা।