সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৩ আগস্ট, ২০২২

কামারখন্দে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত

শ্রেষ্ঠ শিক্ষক শীলা প্রমাণিক। ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের কামারখন্দে কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন উপজেলার চৌবাড়ি ড. সালাম জাহান ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শীলা প্রমাণিক। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের কাছিদা খাতুন রোজি এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মো. আমিনুল করিম। তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত করা হয়।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে কামারখন্দ উপজেলায় মিনি অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ও উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেরিনা সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন শহীদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যন মো. সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকমান আলি প্রমুখ।

পুরস্কার প্রাপ্ত শীলা প্রামাণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যান্ত আনন্দিত। শিক্ষকতা জীবনে এটি আমার দারুন অর্জন। যা আমাকে শিক্ষকতার পেশায় গভীর ভাবে মনোনিবেশ করতে আরও অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close