টাঙ্গাইল প্রতিনিধি

  ০২ আগস্ট, ২০২২

‘বাবা তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও’

ছবি : সংগৃহীত

‘বাবা বেশি দিন বাঁচবে না এজন্য তাকে বলেছি-তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও’ বলেই বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে ছেলে। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা আলী আজগর (৬৫)। তার ছেলের নাম রাশেদ মিয়া (৩০)। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁছ চারান রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই একাব্বর আলী বলেন, আমরা পুরনো বাড়িতে থাকি। খবর পেয়ে এসে দেখি আমার ভাই খাটে পড়ে আছে। তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করি কি হয়েছে? তখন সে আমাকে বলে স্ট্রোক করেছে। পরে জানতে পারি সে নিজেই (ভাতিজা) কুড়াল দিয়ে আমার ভাইকে মাথায় কুপ দিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে আমার ভাতিজা পাগল হয়ে আছে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ৫ বছর ধরে রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাত আনুমানিক ১১-১২ টার দিকে তার বাবাকে খুন করে উঠানে ঘরের সিঁড়ির পাশে বসে ছিল। পরে ভোরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে আপনি মাইকিং করে দেন আমি আমার বাবাকে খুন করেছি। পরে আমরা আজগরের লাশ উদ্ধার করে তার ছেলেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের বিষয়টি স্বীকার করে বলেছে, ‘বাবা বেশি দিন বাঁচবে না এজন্য তাকে বলেছি তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও’। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালিহাতী,বাবাকে কুড়াল দিয়ে আঘাত,নিহত,বাবা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close