সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০২২

সিরাজগঞ্জে বৃষ্টিতে অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে গেছে

ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘ দিন পর রবিবার (২৪ জুলাই) ভোর হতে সিরাজগঞ্জে ভারী বর্ষণ শুরু হয়। এতে শহরের এস এস রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় ফলে শহরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। ভারী বর্ষণে সমস্যায় পড়েন কর্মজীবী মানুষেরা।

ভারী বর্ষণে শহরের প্রধান সড়ক এস এস রোড, মুজিব সড়কসহ বিভিন্ন সড়কে জমে যায় এক দেড় ফিট পানি। এতে শহরে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এর মধ্যেই শহরে রিকশা, ভ্যান, সিএনজি চালাচল করেছে ঝুঁকি নিয়ে। জরুরি কাজে বাইরে আসা মানুষদের ভোগান্তির পাশাপাশি গুনতে হয় দিগুন ভাড়া।

রিকশাচালক সাহেদ আলী ও মমিন জানায়, বৃষ্টির মধ্যে ভালোই আয় হচ্ছে।

বাজার করতে আসা মামুন জানায়, রিকশা ও ভ্যান চালকেরা তাদের ইচ্ছা মতো আদায় করে নিচ্ছে ভাড়া। শুধু শহরেই নয় পৌরসভাধীন কোন কোন মহল্লায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে এলকাবাসীর ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থাকে পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থাকে দায়ী করেছেন সচেতন মহল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বৃষ্টি,পানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close