কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২১ জুলাই, ২০২২

লাউয়াছড়ায় গাছ চোরের দায়ের কোপে বিট কর্মকর্তা আহত

ছবি : প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বিট এলাকায় বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে গাছ চোরদের দায়ের আঘাতে বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন গুরুত্ব আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোজাহিদ মিয়া জানান, কালাছড়া বন এলাকায় বনের জায়গা নির্ধারণের জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ এর কাজ করা হচ্ছিল। এই সময় বনের ভিতরে বেশ কিছু গাছ কাটা পড়ে থাকতে দেখে সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র, বিট কর্মকর্তা আনোয়ার হোসেনকে সেগুলো অফিসে নিয়ে যাবার নির্দেশ দেন। নির্দেশের পর পরই বন বিভাগের লোকজন গাছগুলো লোক দিয়ে অফিসে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন। সেই সময় হঠাৎ করে কতিপয় চিহ্নিত গাছ চোর চক্রের সদস্যরা গাছ নিতে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে উত্তেজিত গাছ চোর চক্ররা হাতে থাকা দেশীয় অস্ত্র দা দিয়ে বিট কর্মকর্তা আনোয়ার হোসেনের ওপর আক্রমণ করেন। হামলায় বিট কর্মকর্তা আনোয়ার গুরুতর আহত হন

এসব তথ্য নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধুরী জানান, হামলাকারী শনাক্ত করা গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিট কর্মকর্তা,লাউয়াছড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close