নওগাঁ প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২২

নওগাঁয় বৃষ্টির জন্য নামাজ আদায়

ছবি : প্রতিদিনের সংবাদ

তীব্র গরম আর অনাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। বর্ষাকালের মাঝামাঝিতেও দেখা নেই বৃষ্টির।

তাই অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসঙ্গে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এমনটিই ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলায়।

শনিবার (১৬ জুন) দপুরে উপজেলার গোয়ালা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে মোনাজাতের আয়োজন করে স্থানীরা। এতে অংশ নেন শতাধিক মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদ্রাসার সহকারী অধ্যক্ষ শায়ক হাফেজ সানাউল্লাহ আল মাদানী।

এসময় সহকারী শিক্ষক সানাউল্লাহ আল মাদানী বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে চারদিক থৈ থৈ করে। এ বছর ঠিক তার উল্টো। আষাঢ় মাস শেষ হলেও এ বর্ষায় তেমন বৃষ্টির দেখা নেই। তাই মহান রাব্বুল আলামিনের দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নামাজ আদায়,নওগাঁ,বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close