reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুলাই, ২০২২

রাঙ্গুনিয়ায় ‘সন্ত্রাসী কামাল’ গ্রেপ্তার, গুলিবিদ্ধ ওসি

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার গহীন পাহাড়ে রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে এবং সন্ত্রাসী কামালকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ৪নং ওয়ার্ড মুশিরবাম এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা মিরেরখীল এলাকার মো. মোতালেবের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল জানান, কামাল বাহিনী পদুয়ার মুশিরবাম এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার ওসিসহ সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় সন্ত্রাসী কামাল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। দুপক্ষের গোলাগুলির এক পর্যায়ে ওসি গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়।

তিনি আরও জানান, এক পর্যায়ে পাহাড় থেকে সন্ত্রাসী কামালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এসময় কামালের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম, এসআই আবুল ফরাজ জুয়েল, কনস্টেবল জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুলিবিদ্ধ ওসি,রাঙ্গুনিয়া,সন্ত্রাসী কামাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close