টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২২

টঙ্গীতে রেললাইন অবরোধ করে গেটকিপারদের বিক্ষোভ

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ রেলওয়ের গেটকিপারা ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রেলওয়েড় অস্থায়ী কর্মচারীরা।

সোমবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে টঙ্গীর নতুনবাজার রেললাইনের উপর এই অবস্থা কর্মসূচি পালন করেন তারা। এসময় ঢাকা গামি জামালপুর কমিউটার ও জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ১ তারিখে কোনোরূপ নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়। এর কারণ জানতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারস্থ হলে তারা শ্রমিকদের চেনেন না বলে অস্বীকার করেন।

শ্রমিকরা আরও জানান, অস্থায়ী কর্মরত গেটকিপারদের চাকরিতে পুনর্বহাল, ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ বাতিল, অস্থায়ী গেটকিপারদের চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং নামে কালো আইন বাতিল করতে হবে। অন্যথা কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

এ বিষয়ে টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুল রহমান বলেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিকাল ৫ টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেওয়ায় শ্রমিকরা রেললাইন থেকে সরে যান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,রেললাইন অবরোধ,গেটকিপার,স্টেশন মাস্টার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close