রাজশাহী ব্যুরো

  ০২ জুলাই, ২০২২

শিক্ষক লাঞ্ছনা ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ছবি: প্রতিদিনের সংবাদ

দেশের পৃথক স্থানে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে মানুষ গড়ার কারিগরদেরকেও অন্যায়ভাবে লাঞ্চিত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা ভয়াবহ আকার ধারন করবে। এমনটা হতে থাকলে দেশের মেরুদন্ড ভেঙ্গে যাবে।

নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনা এবং সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন সমাবেশে এসব কথা বলেছেন বক্তারা।

শনিবার (২ জুলাই) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, একজন অধ্যক্ষকে পুলিশের সামনেই জুতার মালা পরানো হয়েছে। আবার একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। মানুষ গড়ার কারিগরদের এমন অবস্থা হলে একটা জাতি কখনও এগিয়ে যেতে পারবে না। তাই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফেডারেশন রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

মানববন্ধন সমাবেশে অন্যদের মাঝে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ নিতাই সরকার বক্তব্য দেন। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষবৃন্দ অংশ নেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক,লাঞ্ছনা,প্রতিবাদ,মানববন্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close