নোয়াখালী প্রতিনিধি
নামাজে গিয়ে আর ফিরল না কিশোর, পুকুরে মিলল মরদেহ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে আরিফুল ইসলাম মিরাজ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
নিহত আরিফুল ইসলাম মিরাজ উপজলোর চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝির বাড়ির জাহিদ মিলনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৫ টায় বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায় আরিফুল।
বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন তার পরিবারের সদস্যরা। নিখোঁজের ৫ ঘণ্টা পর স্থানীয় মসজিদ সংলগ্ন একটি পুকুরের পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।
নিহতের বাবা জাহিদ মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল থেকে আমার শরীর ভালো যাচ্ছে না। ছেলেটিও অসুস্থ। সে মৃগী রোগী। আমার ছেলে নামাজের জন্য বের হয়ে না ফেরায় মাগরিবের পর আমিসহ আমার পুরো পরিবার খুঁজতে বের হই। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে মাইকিং করি। পরে রাত সাড়ে ১০ টায় মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে আমার স্বজনরা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রাসেদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।