reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুন, ২০২২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

বুধবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। পরে রিলিফ ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে আরেকটি ইঞ্জিন সংযুক্ত করলে পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মির্জা মো. মুসা বলেন, সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। পথে ত্রিশালের আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর আবারও শুরু হয় ট্রেন চলাচল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা-ময়মনসিংহ রুট,ট্রেন চলাচল,ইঞ্জিন বিকল,ভাওয়াল এক্সপ্রেস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close