শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ২৮ জুন, ২০২২

শালিখায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

‘পুষ্টি-মেধা-দারিদ্রবিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯ টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা: সুখেন্দু শেখর গায়েন। বিশেষ অতিথি মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাদিউজ্জামান, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানাসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতি:) ডা: মদন কুমার রায়, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ২০টি স্টলে পশুসম্পদ, প্রযুক্তি, বিপণন, গাভী, ভেড়া-ছাগলসহ ৬ ক্যাটাগরির পশুসম্পদ ও সহায়ক সামগ্রী প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে পশুপালনে দক্ষতার পরিচয় দেওয়ায় উপজেলার ১৮ জন খামারির মাঝে পুরস্কার স্বরূপ নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,শালিখা,প্রাণিসম্পদ প্রদর্শনী,কৃষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close