মাদারীপুর প্রতিনিধি

  ২৬ জুন, ২০২২

কাঠালবাড়ী ফেরীঘাটে সুনশান নিরবতা

ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই কাঠালবাড়ী ফেরীঘাটে সুনশান নিরবতা বিরাজ করছে। বহুল মানুষের সমাগমে মুখর ফেরীঘাটে যাত্রী পারাপারে নেই কোন হাক-ডাক।

রবিবার (২৬ জুন) সকাল থেকে পদ্মা সেতু জনসাধারণের জন্য উম্মুক্ত করার পর থেকেই ফেরীঘাটে মানুষের আনাগোনা শূন্যের কোঠায় নেমে এসেছে।

কাঠালবাড়ী ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের আশপাশের সব রেস্টুরেন্টসহ অন্যান্য সব দোকানপাট বন্ধ রয়েছে। রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীরা বেঞ্চে বসে অলস সময় পার করছেন।

মায়ের দোয়া হোটেলের মালিক শফিক বলেন, করোনার লকডাউনের সময় এমন চেহারা ছিলো ঘাটের। হোটেল ব্যবসার এক যুগেও এমন জনশূন্য অবস্থা দেখিনি। সবসময় এখানে গাড়ির চাপ ছিল, ছিল মানুষেরও চাপ। তবে সামনে পরিস্থিতি কেমন হবে তা আরও সপ্তাহদুই গেলে বোঝা যাবে।

ব্যবসার পরিস্থিতি কোনদিকে যাবে তা নিয়ে উদ্বিগ্ন হলেও পদ্মা সেতু হয়ে যাওয়ায় তারা খুব খুশি।

লঞ্চ ও স্পিডবোট ঘাট ঘুরে দেখা যায়, টার্মিনালের ভেতরে রাখা আছে অসংখ্য স্পিডবোট। ঘাটে একটি মাত্র লঞ্চ নোঙর করা রয়েছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ, র‌্যাব ও নৌ পুলিশ সদস্যদের কড়া পাহাড়ায় ছিল ঘাটগুলো। যে কোন বিপদে এগিয়ে যেতে পর্যাপ্ত ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন ঘাটে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেরীঘাট,নিরবতা,সুনশান,জনশূন্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close