reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২২

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত দুজন হলেন—ফরিদপুরের জলিল শেখের ছেলে রনি খান। আরেক নিহত ও আহতের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুতগামী ট্রাকটি গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় অপরদিকে থেকে আসা ফরিদপুরমুখী ওই মোটরসাইকেলে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। বাকি একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আলহাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, চালক ও হেলপার পলাতক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্ঘটনা,রাজবাড়ী,ট্রাকচাপায় নিহত,সংঘর্ষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close