বেড়া (পাবনা) প্রতিনিধি

  ২৫ জুন, ২০২২

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ছবি: প্রতিদিনের সংবাদ

ট্রেনে কাটা পড়ে পাবনার বেড়া উপজেলার নিরব হোসেন (১৬) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিরব সুজানগর উপজেলার রানিনগর ইউনিয়নের ভাটিয়া গ্রামের মোঃ লিটন সর্দারের ছেলে ও উত্তরার (ঢাকা) একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে নিরব হোসেন নানা আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী রেল লাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলো। এসময় ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা "ঢালারচর এক্সপ্রেস" নামের লোকাল ট্রেনটি পুরান মাশুন্দিয়া নামক স্থান অতিক্রম করছিলো।

প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছেন, রেল লাইনে বসে থাকতে দেখে ট্রেন চালক বার বার হুইসেল বাজালেও নিহত নিরব শুনতে না পেয়ে রেল লাইনেই বসে ছিল। "ঢালারচর এক্সপ্রেস" ট্রেনটি ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা রেললাইনের পাশে রক্তাক্ত স্কুলছাত্রকে পড়ে থাকতে দেখে আমিনপুর থানায় খবর দেয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ইশ্বরদী রেলওয়ে পুলিশ থানায় হস্তান্তর করেছেন।

ইশ্বরদী রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার বলেন, দূর্ঘটনার কারণ অনুসন্ধান করে চালকের গাফিলতি ছিল কিনা এই বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন,কাটা,স্কুলছাত্র,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close