কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধ

  ২৩ জুন, ২০২২

কেন্দুয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাস্তায় পানিতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এতে করে মানুষের দুর্ভোগ বাড়ছে।অনেক

এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পচা দুর্গন্ধ পানিতে চলাফেরায় করায় অনেকে চর্মরোগসহ পানিবাহিত নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন।

বন্যাকবলিত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পানি ধীরে ধীরে নামার কারণেই তাদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তায় কাদামাটি জমে থাকায় চলাফেরা অসুবিধা হচ্ছে। যে কারণে পানি চলে গেলেও মানুষের দুর্ভোগ থেকেই যাচ্ছে।

দীর্ঘদিন পানি বন্দি থাকা উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোলাপ মিয়া বলেন, বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানি কিছুটা কমেছে। অন্তদ এক সপ্তাহ লাগবে বাড়িতে ফিরতে।

বন্যায় ক্ষতিগ্রস্ত গোলাপ মিয়া বলেন, নিজেদের বাড়িতে স্বাভাবিক জীবনে ফিরতে এখন আমাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় কিছু আসবাবপত্র ক্রয় করতে অল্প কিছু টাকা প্রয়োজন। তবে এখন আমাদের হাতে কোন টাকা নেই।

কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর আলম বাবুল জানায়, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মানুষের ভোগান্তি রয়েই গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়েই মানুষ এখন সমস্যার মুখে। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার ইউনিয়ন পরিষদে আসছেন সহযোগিতার জন্য। তাছাড়া ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহমুদা বেগম বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যায় যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারি ত্রাণ সহায়তা আসলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যা,দুর্ভোগ,কেন্দুয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close