কুষ্টিয়া প্রতিনিধি

  ২২ জুন, ২০২২

করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে স্যালোইঞ্জিন চালিত ট্রলির চাপায় মাহিরন খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২২ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিরন খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে মাহিরন খাতুন নাতীকে নিয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে যান। টিকা নিয়ে বাড়ি ফেরার পথে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি স্যালোইঞ্জিন চালিত ট্রলির চাপায় ঘটনাস্থলেই মাহিরন খাতুনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় মাহিরনের নাতী অক্ষত রয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, বৃদ্ধা মিরপুর হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলি চাপায় নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাহিরন খাতুন,দুর্ঘটনা,মৃত্যু,কুষ্টিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close