মারুফ আহমেদ, কুমিল্লা

  ২১ জুন, ২০২২

কুমিল্লায় দুই কাউন্সিলরসহ ৮ জামায়েত নেতা কারাগারে

ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ জামায়াতের আটজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। নগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা এক মামলায় আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে দুই কাউন্সিলরসহ আটজনকে কারাগারে পাঠান।

মঙ্গলবার (২১) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার।

কারাগারে পাঠানো দুই কাউন্সিলর হলেন- এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জামায়াতে ইসলামীর নেতা কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: একরাম হোসেন বাবু।

অপর ৬জন হলেন- নগরীর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াতের নেতা মো: মোশারফ হোসন, নগরীর দক্ষিণ চর্থা এলাকার আমির হোসেন ফয়েজী, নগরীর শুভপুর এলাকার মো: রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও নজির আহমেদ।

আদালত সূত্রে জানা যায় ,২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপের কোরআন রাখার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ ৮জন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,জামায়াতে ইসলামী,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close