কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২১ জুন, ২০২২

কুকুরের কামড়ে অজগরের মৃত্যু 

ছবি : প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে একটি অজগর সাপের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরো ঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে অজগর সাপ শিকার করতে আক্রমণ করে। এ সময় ছাগলের চিৎকারে পাশে থাকা একটি কুকুর অজগর সাপকে কয়েকটি কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা আহত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করে কমলগঞ্জের লাউয়াছড়ার জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নিয়ে গেলে সাপটি মারা যায়। অজগরটি প্রায় ১২ ফুট লম্বা ছিলো বলে জানায় বনবিভাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, কুকুরটি কামড়ানোর পর ১২ ফুট লম্বা আহত অজগর সাপটিকে আমরা রেসকিউ সেন্টারে নিয়ে যাই। ভেবেছিলাম হয়তো সাপটি বেঁচে যাবে। কিন্তু সেখানে পৌঁছার আগেই অজগরটি মারা যায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে জানতে পারি কুকুরের কামড়ে সাপের মৃত্যু হয়েছে। পরে তাদের নির্দেশনা দেই মৃত আজগর সাপটাকে ভালো দেখে একটা স্থানে কবর দিয়ে দিতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুকুর,অজগর,কামড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close