দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

  ২১ জুন, ২০২২

শ্বশুর বাড়ি গিয়ে নিখোঁজের সাত মাসেও ফিরেনি যুবক

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চিৎলাগ্রামের নতুনপাড়ার রিপন আলী (২৮) নামের এক যুবকের নিখোঁজের ৭ মাস শেষ হতে চললেও এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের রহস্য উন্মোচনে রয়ে গেছে ধোঁয়াশা।

নিখোঁজ রিপনের বাবা বৃদ্ধ কিতাব আলী জানান, দামুড়হুদা উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের রাজ্জাক আলীর মেয়ে সেতু খাতুনের সঙ্গে বিয়ে হয় আমার ছেলে রিপন আলীর। বিয়ের পর রিপন শ্বশুর বাড়িতে থাকাকালীন আনুমানিক গত ৭ মাস আগে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে আমরা অনেক খোঁজাখুজি করেও কোনো সন্ধান না পেয়ে দামুড়হুদা মডেল থানাতে একটি সাধারণ ডায়েরি করি। সাধারণ ডায়েরির প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো তার কোনো সন্ধান মেলাতে পারেনি। আদৌ আমার ছেলে বেঁচে আছে কি না তাও জানি না।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, যুবক রিপন নিখোঁজের ঘটনায় তার বাবা একটা সাধারণ ডায়েরি করেছিলেন। বিষয়টি এখনো তদন্তধীন। তবে প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছে তিনি সম্ভবত ভারতে চলে গেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গেই দেখছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দামুড়হুদা,চুয়াডাঙ্গা,চিৎলাগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close