বেনাপোল প্রতিনিধি

  ২০ জুন, ২০২২

চিতা বাঘ মনে করলেও প্রাণীটি মেছো বিড়াল

ছবি : প্রতিদিনের সংবাদ

বেনাপোলের পুটখালি সীমান্তে চিতা বাঘের মতো একটি প্রাণী দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় বাঘটি প্রাণ বাঁচাতে একটি বড় গাছে উঠে জীবন রক্ষা করে। পরে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দিলে সেখান থেকে বন বিভাগের বণ্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা এসে দেখেন এটা চিতা বাঘ নয় মেছো বিড়াল। দেখতে বড়সড় চিতা বাঘের মত। পরে প্রাণীটিকে উদ্ধার করে অবমুক্ত করে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জুন) সকাল ১১ টার দিকে বেনাপোলের পুটখালি সীমান্তে।

লোকালয়ে চিতা বাঘের খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া ঘটনাস্থলে ছুটে আসেন।

শার্শা উপজেলা বন্যপ্রাণী বিভাগের জুনিয়ার ওয়াইল্ড লাইস স্কাউট জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এটা মেছো বিড়াল। অনেক বয়স হওয়ায় এটা চিতা বাঘের মত মনে হয়েছে এলাকার লোকজনের। আসলে এটা মেছো বিড়াল।

সে কারণে ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি বাগানে অবমুক্ত করে দেয়া হয়েছে এবং এই প্রাণী মানুষের কোন ক্ষতি করে না বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেছো বিড়াল,চিতা বাঘ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close