নরসিংদী প্রতিনিধি

  ২০ জুন, ২০২২

বালু ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত ১৪

ছবি : প্রতিদিনের সংবাদ

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেঁটাবিদ্ধ হয়েছে। এসময় ১০টি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

সোমবার (২০ জুন) ভোরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা ভাটিবদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আমিরগজ্ঞ ইউনিয়নের নলবাটায় আধিপত্য বিস্তার ও বালু বিস্তারকে কেন্দ্র করে রফিকুল ইসলাম রবি ও গুলজার মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার ভোর রাতে রবিউল ইলাম রবির নেতৃত্বে দেশীয় অস্ত্র ও টেঁটা সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে গুলজার মেম্বার গ্রুপের বাড়ি-ঘরে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১২ জন গুলিব্ধিসহ ১৪ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ভোর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,বালু ব্যবসা,আধিপত্য বিস্তা,টেঁটা,গুলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close