কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৬ জুন, ২০২২

নেত্রকোনায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে শতাধিক স্কুলে পানি

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত এক সপ্তাহ ধরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার শতাধিক স্কুলের মাঠ পানিতে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুদিনের মধ্যেই উপজেলার অধিকাংশ স্কুলের শ্রেণিকক্ষে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নাগডড়া, নানীয়া, কৃষ্ণপুর, বেনুয়া, চাঁনকোনা, খলা, বড়খাপন, গোয়াতলা, ভাটিপাড়া, গঙ্গনগর, বৈছাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক স্কুল মাঠ পানিতে চলিয়ে গেছে। এ অবস্থায় কিছু কিছু শিক্ষার্থী নৌকা করে আবার অনেকে পানিতে ভিজে স্কুলে আসে।

বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন, স্কুলের আঙিনায় পানি থাকায় তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। কলমাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন বলেন, উপজেলার প্রায় ৭০টি স্কুলের আঙিনায় পানি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। আমরা যেসব স্কুলের আঙিনায় পানি আছে সেসব স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাছাড়া প্রধান শিক্ষকদেরকে স্কুলে শিক্ষার্থীদের আসা-যাওয়াসহ সার্বক্ষণিক নজরে রাখতে বলা হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এবং অতিবৃষ্টির প্রভাবে এই উপজেলার বিভিন্ন জনপথ পানিতে নিমজ্জিত হওয়ার পাশাপাশি অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গিয়ে শ্রেণিকক্ষে পানি প্রবেশ করতে শুরু করেছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শতাধিক স্কুলে পানি,পাহাড়ি ঢল,নেত্রকোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close