নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৩ জুন, ২০২২

বৃষ্টি হলেই নান্দাইল পৌরসভার রাস্তায় হাঁটু পানি 

ছবি : প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের রাস্তায় বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ কাদা পানি জমে।

সরজমিনে দেখা গেছে, রাস্তাটিতে সংস্কার কাজ না হওয়ায় এলাকার শত শত জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তায় কাদা পানিতে একাকার হয়ে যাওয়ায় কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। শুধু তাই নয় ওই রাস্তায় ড্রেন না থাকায় টয়লেটের ময়লা-আবর্জনা রাস্তায় চলে আসে। উল্লেখিত রাস্তায় হাটু পরিমাণ পানি জমে থাকে। পৌরসভার ৭নং ওয়ার্ডের জনগণের প্রাণের দাবি সম্পূর্ণ রাস্তাটি আরসিসি করণের মাধ্যমে সংস্কার কর।

এলাকাবাসীর পক্ষে আবু বক্কর সিদ্দিক, আফতাব উদ্দিন খান তুহিন, আরিফ সিকদার, ফারুক মিয়া, আশরাফ ভূইঁয়া সহ আরও অনেকেই ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন ও নান্দাইল পৌর সভার জনপ্রিয় মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়ার নিকট জনস্বার্থে জরুরিভাবে উল্লেখিত রাস্তাটি আরসিসি করণের মাধ্যমে উন্নয়নের জোর দাবি জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাঁটু পানি,পৌরসভার রাস্তা,নান্দাইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close