ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০১ জুন, ২০২২

ধুনটে অনিবন্ধিত ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় নিবন্ধন না থাকায় বেসরকারি ৩টি ডায়াগনস্টিক ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। আর হালনাগাদ বা নবায়নকৃত কাগজপত্র না থাকায় ১৩টি প্রতিষ্ঠানকে সর্তক করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১ জুন) সকালের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাইকোর্টের দেওয়া ৭২ঘণ্টার সময়সীমার মধ্যে নিবন্ধনবিহীন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো, উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকার আধুনিক ডেন্টাল কেয়ার পপুলার সেবাদান কেন্দ্র, ডাক্তারখানা ও সোনাহাটা বাজার এলাকায় আল রোজিনা ডায়াগনস্টিক সেন্টার।

তিনি আরও বলেন, প্রাপ্ত তালিকা অনুযায়ী উপজেলায় নিবন্ধনকৃত ডায়াগনস্টিক ও ক্লিনিকের সংখ্যা ১৬টি। এর মধ্যে যারা নবায়ন করেনি তাদের ১৫ জুনের মধ্যে কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,ক্লিনিক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close