বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ৩১ মে, ২০২২

বেলকুচিতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচিতে খালার বাড়িতে বেড়াতে এসে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শরিফ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ বেলকুচি উপজেলার কলেজ বানিয়াগাঁতী গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শরিফ শেরনগর গ্রামে তার খালু আব্দুল আওয়ালের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যায় একটি আম গাছে আম পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় হঠাৎ আম গাছের একটি ডাল পল্লী বিদ্যুতের তারে লেগে যাওয়ায় তাৎক্ষণিক বিদ্যুতায়িত হয়ে আমগাছে ঝুলে থাকেন।

পরে স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেবার পর তাকে গাছ থেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌর কাউন্সিলর আলম প্রামানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীফ তার খালার বাসায় বেড়াতে এসে আম পাড়তে গাছে উঠলে, একটি ডাল বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি ওখানে আটকে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আম,বিদ্যুৎ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close