খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামায় উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকালে রিটার্নিং সিনিয়র জেলা অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক এবং উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক প্রার্থী ও প্রার্থীর সমর্থকের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন নৌকা প্রতীক, বিএনপির থেকে বহিষ্কার হওয়া দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান শাহ পেয়েছেন আনারস। বিএনপি প্রার্থী না থাকায় বিএনপি থেকে কিছু সমর্থকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান পেয়েছেন মোটরসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী গোয়ালডিহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফিন পেয়েছেন হেলিকপ্টার প্রতীক। এ প্রতীক বরাদ্দ নিয়েই মাঠে নামছেন প্রার্থীরা।
আগামী ১৫ জুন খানসামায় উপজেলা চেয়্যারম্যান উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।