রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৪ মে, ২০২২

ঝড়ে লণ্ডভণ্ড টিনের ভবন, খোলা আকাশরে নিচে পাঠদান

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা নাছির মোহাম্মদ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের পুরো ভবনটি কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। ফলে খোলা আকাশের নিচেই চলছে শিক্ষার্থীদের পাঠইশাখি, বিদ্যালয়ুসম্প্রতি কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টির পুরো টিনের ভবনটি উড়ে যায়। এতে কয়েকদিন পাঠদান বন্ধ থাকলেও বিদ্যালয়ের শিক্ষকরা খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ বলতে এখন খোলা আকাশের নিচে বিদ্যালয়ের পুরো মাঠ।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের পুরো টিনের ভবনটি গুড়িয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। আমরা অতি কষ্টে ক্লাস করছি। কছিু সময় রোদ এরপর আবার বৃষ্টি হলে স্কুল থেকে ভিজে বাড়ি ফরিতে হয়।

আরেক শিক্ষার্থী নাছিমা বেগম বলেন, খোলা আকাশের নিচে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায় না। দ্রুত টিনের ছাউনিসহ ভবনটি মেরামত করলে আমাদরে পাঠদান গ্রহণ সহজ হতো।

বিদ্যালয়ের দাতা সদস্য মফিজুর রহমান জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার বৈশাখী ঝড়ে একই অবস্থা হয়েছিল। টিনের ছাউনি দিয়ে ভবনটি বানানো হয়ছে, এই কারণে বারবার এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কিশোর চৌধুরী বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। ভবনটি ভেঙে যাওয়ার কারণে খোলা আকাশের নিচে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সাইফুল আলম জানান, ২০১৫ সালে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি টিন দ্বারা নির্মাণ করা হয়। গেল কয়েকদিন পুর্বে কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের টিনের পুরো ভবনটি উপড়ে পড়েছে।

তিনি বলেন, বিদ্যালয়টি জাতীয়করণ করাসহ একটি পাকা ভবনের জন্য স্থানীয় এমপিসহ জনপ্রতিনিধিদের কাছে আগেও আবেদন জানিয়েছি, এখনও আবেদন জানাচ্ছি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মোসলিম উদ্দিন বলেন, খোলা আকাশের নিচে ছাত্র-ছাত্রীদের পাঠদান সত্যিই অনেক কষ্টদায়ক। আমরা ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী সংখ্যা ২৪০ জন। তাদের জন্য শিক্ষক আছেন মাত্র ৪ জন ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশ,ব্বইশাখি,ঝর,বইশাখি,বিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close