সিংড়া (নাটোর) প্রতিনিধি

  ২৩ মে, ২০২২

স্কুলে যাওয়ার পথে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় শিক্ষক নিহত

নিহত স্কুলশিক্ষক আইয়ুব আলী। ছবি : প্রতিদিনের সংবাদ

নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রাক্টরের ঢাক্কায় মটর সাইকেল আরোহী আইয়ুব আলী (৩৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক এবং উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আলহাজ আকবর আলীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মটর সাইকেলযোগে চৌগ্রাম বাসষ্ট্যান্ড মোড় হয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। এমন সময় বালুবাহী একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে গুরুতর আহত হন আইয়ুব আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। এসময় ট্রাক্টর ও সাকিল নামের এক কিশোর চালককে আটক করে স্থানীয়রা।

সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। স্কুলশিক্ষক আইয়ুব আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,সিংড়া,বালুবাহী ট্রাক্টর,মোটরসাইকেল,স্কুলশিক্ষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close