reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

ধানবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। এবার নেত্রকোণায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপপরিচালক আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোণা,ধানবোঝাই ট্রাক,যাত্রীবাহী বাস,মুখোমুখি সংঘর্ষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close