পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
২২ মে, ২০২২
পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি : প্রতিদিনের সংবাদ
নেত্রকোণার পূর্বধলায় রবিবার (২২ মে) পুকুরের পানিতে ডুবে আইয়ান (১৯মাস) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার আগিয়া ইউনিয়নের ধোবা হোগলা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২২ মে) সকাল ১০টার দিকে আইয়ান বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরের পাশে গেলে তাকে পানিতে ভাসমান দেখা যায়। পরে পুকুর থেকে থাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম জানান, বাড়ির সামনে খোলা পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ সুরতহাল শেষে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন