চাটমোহর (পাবনা) প্রতিনিধি

  ২২ মে, ২০২২

স্কুলপড়ুয়া দুই বান্ধবীর বিষ পানে আত্মহত্যা

প্রতীকী ছবি

চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে দুই বান্ধবী আত্মহত্যা করেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষ পানে আত্মহত্যা করেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে যুথী খাতুন (১৪) ও একই ইউনিয়নের পাকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শাবানা খাতুন (১৪)। যুথী হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি এবং শাবানা পাকপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, শনিবার বিকেলে তারা প্রাইভেট পড়ে স্থানীয় হান্ডিয়াল বাজার থেকে কীটনাশক ট্যাবলেট (বিষ) খেয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা বিষ খেয়েছে বলে পরিবারের সদস্যদের জানায়।

এ সময় উভয়কে হান্ডিয়াল বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাবনা জেনারেল হাসপাতালে পৌঁছালে যুথী খাতুনের মৃত্যু হয়। শাবানার অবস্থা আশংকাজনক হলে ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেন। রাজশাহী যাবার পথে শাবানার মৃত্যু হয়।

চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন তাদের দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং তাদের মরদেহ দুটি উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিষ পান,আত্মহত্যা,চাটমোহর উপজেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close