ক্রীড়া প্রতিবেদক

  ১৯ মে, ২০২২

চট্টগ্রাম টেস্ট

জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

পড়ন্ত বিকেলে পরশু যেই আশা দেখিয়ে বিদায় নিয়েছিলেন মুশফিক পূর্ণ করলেন তার ষোলোকলাই, লিটন হয়ত পারেননি, তবে নিরাশ করেননি মোটেও। আক্ষেপ বলতে ওই তিন অঙ্ক ছুঁতে পারাই। তবু মুশফিকের দিন শেষ বিকালে লঙ্কানদের ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচ এখনো নিজেদের মুঠোয় পুরেই রেখেছে বাংলাদেশ।

সকালে শুরুটা দারুণ করেছিলেন মুশফিক-লিটন জুটি। সুযোগ তেমন দেননি বলতে গেলেই চলে। মুশফিক তো নিজের প্রিয় শটগুলার পথে পাও বাড়াননি, দেখিয়েছেন অসামান্য দৃঢ়তা। অন্য প্রান্তে লিটন ছিলেন যথারীতি সাবলীল। দুজনেই মাটি কামড়ানো সব শটেই খুঁজে নিয়েছেন বাউন্ডারির দড়ি। লাঞ্চে তাই জুটি অক্ষুণ্ন রেখেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন দুজন।

তবে বিরতির পড়ে লিটনের যেন হলো মতিভ্রম। প্রায় ষষ্ঠ স্টাম্পের একটা নিরীহ বল তাড়া করতে গিয়ে উইকেটের পিছে ক্যাচ দিয়ে যেন কাসুন রাজিথাকে উইকেটটা উপহার দিয়ে এলেন লিটন। আশির ঘরের সেই অভিশাপে আরো একবার কাটা পড়ে লিটন থামলেন ৮৮ রানে। ঠিক পরের বলেই মাঠে এসেই ভেতরে ঢোকা বলে স্টাম্প খুঁইয়ে সাজঘরে ফিরলেন তামিম, আপাতত তাই আর তার ছোঁয়া হলো না ৫০০০ রানের বহুল আরাধ্য সেই মাইলফলক।

যেই মাইলফলক প্রথম সেশনেই ছুঁয়েছিলেন মুশফিক, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে। সেই দিনকে আরো মধুর করে চূড়ান্ত ধৈর্যের পরিচয় দিয়ে মুশফিক এরপর পূর্ণ করেছেন সেঞ্চুরি, ২ বছর ও ১৮ ইনিংস পরে। সেঞ্চুরির পথে বাউন্ডারি মেরেছেন মোটে ৪টি, যার শেষটি দিয়েই ছুঁয়েছেন সেঞ্চুরি। চা-বিরতির আগেই সাকিব ২৬ রানে ফেরার পর নাঈমকে সঙ্গী করে তিন অঙ্ক ছোঁয়া মুশফিক বিরতির পর বেশিক্ষণ অবশ্য উইকেটে স্থায়ী হতে পারেননি। লাসিথ এম্বুল্ডেনিয়ার বলে স্টাম্প খুঁইয়ে শেষ হয় মুশফিকের ২৮২ বলে ১০৫ রানের দৃঢ়চেতা ইনিংস। রাজিথার বাউন্সারে এরপর শরিফুল ইসলাম আঘাত পেলে ইনিংস ঘোষণা করতে কিছুটা বাধ্যই হয় বাংলাদেশ।

শেষ বিকেলে অবশ্য শ্রীলঙ্কা শিবিরে কাঁপন ধরিয়ে দিতে ভুল করেনি বাংলাদেশ। দুই ওপেনারের ভুল বুঝাবুঝিতে ১৯ রানে ওশাদা ফার্নান্দো ফিরে যাওয়ার পর নাইটওয়াচম্যান এম্বুল্ডেনিয়াকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। শেষ দিনে বাংলাদেশ তাই দারুণ কোনো ফলের স্বপ্ন দেখতেই পারে।

সংক্ষিপ্ত স্কোর

১ম টেস্ট, চট্টগ্রাম (টস-শ্রীলঙ্কা/ব্যাটিং)

শ্রীলঙ্কা : ৩৯৭ ও ৩৯/২, ১৭.১ ওভার (করুনারত্নে ১৮*, তাইজুল ১/০)

বাংলাদেশ : ৪৬৫/৯ ডিক্লে., ১৬৫.১ ওভার (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, রাজিথা ৪/৬০, আসিথা ৩/৭২)

শ্রীলঙ্কা ২৯ রানে পিছিয়ে

৪র্থ দিন শেষে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়,বাংলাদেশ,চট্টগ্রাম টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close