আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে মারপিট, আহত ১
বগুড়ার আদমদীঘির সান্তাহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলাল হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত বেলাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোমবার (১৬ মে) দুপুরে বেলাল হোসেনের স্ত্রী শিউলী আক্তার অভিযুক্ত দুই প্রতিবেশীর নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, রবিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সান্তাহার বশিপুর মন্ডল পাড়ার বাসিন্দা বেলাল হোসেনের প্রতিবেশী নাজমা আক্তার তার বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। একপর্যায়ে ওই দিন সন্ধ্যায় বেলাল ও তার স্ত্রী শিউলীকে প্রতিবেশী কায়েম উদ্দিন মন্ডল ও তার স্ত্রী নাজমা লোহার রড় ও ইট ছুঁড়ে মারেন। এতে বেলাল হোসেন গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।