ফটিকছড়ি প্রতিনিধি

  ১৬ মে, ২০২২

ফটিকছড়িতে পাহাড় কাটায় করাদণ্ড, এস্কেভেটর জব্দ

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভূজপুর ইউনিয়নের বড় বিল এর হাতির ঘোনা নামক পাহাড়ি এলাকায় পাহাড় কেটে রাস্তা ও অপদখলের কারণে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, মাটি কাটার একটি এক্সেভেটরও জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ মে) বিকালে গোপনে পাহাড় কাটার সংবাদ পাওয়া গেলে উক্ত স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর ও ভূজপুর থানার এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনাকালে একটি পাহাড় কাটার এক্সেভেটর জব্দ করা হয়। উপস্থিত সকলের সামনে মোঃ শাহাবুদ্দিন সরকারি কাজে বাধা প্রদান করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।সামনে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ফটিকছড়ি ইউএনও।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ফটিকছড়ি,পাহাড় কাটা,এক্সেভেটর,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close