পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১৩ মে, ২০২২

ভোজ্য তেলের রশিদ দেখাতে না পারায় জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

নরসিংদীর পলাশে অতিরিক্ত ভোজ্য তেল সংরক্ষণ করে রশিদ দেখাতে না পারায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে ঘোড়াশাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এসময় লক্ষী ভান্ডার নামক এক ব্যবসায়ীর দোকানে অতিরিক্ত ভোজ্য তেল মজুদ করার কারণে ও ভোজ্য তেল মজুদদের কোনো রশিদ দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই শুক্রবার বিকালে ঘোড়াশাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী যেনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে বিক্রি না করতে পারে, সে লক্ষ্যে কড়া নজরদারীতে রেখেছে উপজেলা প্রশাসন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,ভোজ্য তেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close