কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ মে, ২০২২

অশনির প্রভাবে কলাপাড়া কৃষিতে ব্যাপক ক্ষতি

ছবি : প্রতিদিনের সংবাদ।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালী উপকুলে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় একদিকে কলাপাড়া উপজেলার বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। অন্যদিকে সাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে মাছ ধরার ট্রলার। কোটি টাকার লোসকানে মহিপুর আলিপুরের জেলেরা।

ক্ষতিগ্রস্থ ফসলের মধ্যে মুগডাল, চিনাবাদাম, মরিচ, বোরো ধান, মিস্টি আলু। স্থানীয় কৃষি বিভাগের অনুমান এ বর্ষণে উপজেলার প্রায় ৫০০ হেক্টর জমির রবিশষ্য ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা। কৃষকরা যে মুহুর্তে ফসল ঘরে তোলার কথা ভাবছিলেন তখনই দুর্যোগের কবলে পড়েছেন। উন্নতমানের বীজ, অনুকুল আবহাওয়ায় এবার উপজেলায় মুগডাল ও মরিচের ভাল ফলন হয়েছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, প্রায় ৯৬০ শতাংশ জমিতে মুগডাল চাষ করেছি। ফলনও ভাল হয়েছে। অর্ধেক ডালও ঘরে তুলতে পারি নাই। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে খোশা ফেটে মুগডাল বের হয়ে গেছে। আমার প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এই ক্ষতি কীভাবে পোষাবো বুঝতেছিনা।

কৃষক ইমাম খান হিমেল জানান, এ বছর মরিচ চাষেও ভাল ফলন হয়েছে। মাত্র একবার তোলা দিয়েছি। দ্বিতীয় তোলার আগেই বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। ভাল ফলন হলে কি হবে, ঘরে তুলতে পারলাম না।

অন্যদিকে, অশনির প্রভাবে কুয়াকাটা সমুদ্র উত্তাল থাকায় মহিপুর আলিপুর মতস্য বন্দরের মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো উপকুলে ফিরে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এতে ট্রলারপ্রতি প্রায় এক থেকে দেড় লাখ টাকার লোকসান গুনতে হবে জেলেদের। ফের সমুদ্রে যাওয়ার পুঁজি সংকটেও পড়বেন অনেকে।

মহিপুর আলিপুর বোট মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা প্রতিদিনের সংবাদকে জানান, কয়েকদিন পরই সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের টানা অবরোধ শুরু হবে। তাই জেলেদের এখনই মাছ ধরার উত্তম সময়। তাই সমুদ্রে যাওয়ার রসদসহ সকল বাজার সম্পন করেছিল। অনেকেই সমুদ্রে চলেও গিয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারনে সবাইকে ঘাটে ফিরতে হয়েছে। এখন ঘাটে বসে বসেই জেলেদের খেতে হচ্ছে। বাজার যা করা হয়েছিল সব শেষের দিকে। আমরা হিসাব করলাম তাতে প্রায় কোটি টাকার উপরে মহিপুর আলিপুরের জেলেদের লোকসান গুনতে হবে। এই লোকসান আর কেটে ওঠার মতো নয়। কারণ আবহাওয়া ভাল হবার পর থেকে অবরোধ শুরুর আগ পর্যন্ত যে সময় পাওয়া যাবে তা জেলেদের জন্য যথেষ্ট সময় না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অশনি,কলাপাড়া,কৃষি,ক্ষতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close