reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২২

পানি নিষ্কাশন জায়গার দ্বন্দ্বে দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় সংর্ঘষে বাবুল দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বাবুল দত্ত উপজেলার দনাচাপুর গ্রামে প্রভুদ দত্তের ছেলে। এসময় নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঘটনাটি বৃহস্পতিবার (১২ মে) সকালের দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে ঘটেছে।

কেন্দুয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, নিহত বাবুল দত্তের সঙ্গে প্রতিবেশী সুবল দেবদের, বৃষ্টির পানি নিষ্কাশনের জায়গায় নিয়ে বুধবার দুই পক্ষে মাঝে ঝগড়া হয়। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুই পক্ষে সংর্ঘষ বাঁধে।

এসময় প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে বাবুল দত্ত (৪৫) শুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,কেন্দুয়া,সংঘর্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close