শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

  ১১ মে, ২০২২

শিবগঞ্জের মহাস্থান হাটে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার শিবগঞ্জ মহাস্থান হাটে অতিরিক্ত টোল আদায় করা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মে) বেলা ১২টার দিকে জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ী নেতাকে মারধরের জের ধরে এ ঘটনা ঘটে। হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বাংলা ১৪২৯ সনে মহাস্থান হাট ৪ কোটি ৩১ লাখ টাকায় ইজারা নেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। গত ১ বৈশাখ নতুন বছরের টোল আদায় নিয়ে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর লোকজনের সাথে ইজারাদার রাগেবুল আহসান রিপুর লোকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আহত হন। এঘটনায় উপজেলা চেয়ারম্যানের লোকজনের নামে থানায় মামলা হয়।

মঙ্গলবার (১০ মে) উপজেলা চেয়ারম্যান ও সহকারি কমিশানার (ভূমি) মহাস্থান হাটে টোল আদায়ের সরকারি নোটিশ টাঙিয়ে দেন। বুধবার (১১ মে) সকালে হাট শুরু হলে উপজেলা চেয়ারম্যানের লোকজন সরকারি তালিকা অনুয়ায়ী টোল আদায় এবং প্রদানের জন্য হাটে আসা ক্রেতা বিক্রেতাদের প্রতি আহবান জানান। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় মহাস্থান বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মারধর করা হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় হাটে আসা লোকজন মালামাল ফেলে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,শিবগঞ্জ,মহাস্থান,টোল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close