বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৮ মে, ২০২২

মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে নিয়মিত বসে মাদকের আসর

ছবি : প্রতিদিনের সংবাদ

অযত্নে-অবহেলা আর দায়িত্বে থাকা কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নষ্ট হয়ে গেছে পটুয়াখালীর বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম। বর্তমানে জুয়া আর মাদকের আতুড়ঘর হিসেবে পরিচিত এই অডিটোরিয়াম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে তৎকালীন পটুয়াখালী (২) বাউফলের সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার শহীদ জিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই বাউফলের যেকোন বড় ধরনের রাজনৈতিক সভা বা সেমিনার কিংবা বড় অনুষ্ঠান এই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতো। তবে অডিটোরিয়ামের এই জাকজমকপূর্ণ অবস্থা বেশিদিন স্থায়ী ছিলোনা। এক পর্যায়ে অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা বন্ধ করে দেয় তৎকালীন সময়ে দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যায় শহিদ জিয়াউর রহমানের হাত ছিলো সেই দাবিতে অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবি জানায় স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা। তখন শহিদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম। এরপরে সরকারি কোনো অনুষ্ঠান ও কাজ ব্যতীত ব্যবহৃত হতো না অডিটোরিয়ামটি।

দেখ ভাল করা মানুষের অভাবে ২০১৩ সালের পরে অডিটোরিয়ামের চেয়ার-টেবিল, ফ্যান-লাইটসহ যাবতীয় মালামাল ধীরে ধীরে চুরি হতে থাকে, চুরি হয়ে যায় সব মালামাল। চোরের হাত থেকে রক্ষা পায়নি অডিটোরিয়ামের গেটের লোহার রড এবং জানালার গ্রিলও। বর্তমানে চারপাশের দেয়াল, ভাঙা দরজা, জানালা ব্যতীত আর কিছুই নেই। সকল ধরনের অনৈতিক কাজের জন্য এখন উন্মুক্ত হয়ে গেছে অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে প্রতিদিন বসে জুয়া আর মাদকের আসর। প্রশাসনের নজরদারি না থাকার কারণে বর্তমানে মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে এই অডিটোরিয়াম। অডিটোরিয়ামের মেঝে ও বিভিন্ন কক্ষ সিগারেটের প্যাকেট আর মাদক গ্রহণের সরঞ্জামে পরিপূর্ণ। অন্যদিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে অংশগ্রহণ না করে লুকিয়ে আড্ডা চালায় এই অডিটোরিয়ামে।

স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে আজ অডিটোরিয়ামের এই নাজেহাল অবস্থা হয়েছে। কর্তৃপক্ষ যদি সঠিক তদারকি করতো তাহলে এ অবস্থা হতোনা। কর্তৃপক্ষ যদি এটি পুনরায় সংস্কার করে এবং সঠিক ভাবে দেখভাল করে তাহলে জনগণ এই অডিটোরিয়াম প্রয়োজনীয় কাজে অনুমতি ক্রমে ব্যবহার করতে পারবে এবং এর সুবিধা পাবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন জানান, এটা জেলা পরিষদের বিল্ডিং। এটার দায়িত্ব তাদের। তবে জুয়া ও মাদকের আড্ডা বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হবে।

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন বলেন, বাউফলের মাননীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের তত্ত্বাবধানে আমরা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়েছি। বর্তমানে সেটি কতদূর এগোলো সে বিষয়ে ইঞ্জিনিয়ার বলতে পারবে। মাদকের বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের।

পটুয়াখালী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া জানান, ১ কোটি ৭৮ লাখ টাকা একটি বাজেট করে এমপির (পটুয়াখালী-২) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদকের আসর,মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close