কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৬ মে, ২০২২

কমলগঞ্জ মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

ছবি : প্রতিদিনের সংবাদ

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে বসবাসরত মণিপুরি মুসলিম জনগোষ্ঠী (পাঙাল) শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে দ্বিতীয়তম বিএমএমএসকেপি মেধা-যাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিএমএমএসকেপি মেধা যাচাই পরীক্ষায় ৮ম, ৯ম,১০ম এসএসসি পরীক্ষার্থীসহ মোট ২১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো') সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, ছাত্র কল্যাণ উপদেষ্টা বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট'এর সভাপতি সাজ্জাদুল হক, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট'এর সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম টির্চাস ফোরামের সভাপতি মো. শাহাজ উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম টির্চাস ফোরামের সাধারণ সম্পাদক মো. ফরিদ আহমেদ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট'এর সাহিত্য সংস্কৃতি সম্পাদক হুমায়ূন রেজা সোহেল প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ' প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ আধুনিকতার সাথে প্রতিযোগী করে, শিক্ষিত জাতি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে,শিক্ষার্থীদের মাঝে নানামুখী সৃজনশীল কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুসলিম মণিপুরি শিক্ষার্থী,কমলগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close