আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২২

আমতলীতে মুগডালের বাম্পার ফলন

বরগুনার আমতলীতে রবি মৌসুমে হাজার ৫ শ’ হেক্টরের বেশি জমিতে মুগ ডালের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার।

আমতলীর হলদিয়া, চাওড়া, কুকুয়া, আঠারগাছিয়া, গুলিশাখালী, আমতলী সদর আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামের পর গ্রাম মাঠে মাঠে মুগ ডালের সমারোহ। ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখেও হাসি। তারা সকাল-সন্ধ্যা পুরুষ-নারী-শিশু মিলে ডাল তুলছেন।

সদর ইউনিয়নের ছুড়িকাটা গ্রামের চাষী মো. বারেক মিয়া জানান, তিনি একর জমিতে মুগডাল চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।

হলদিয়ার চাষী আফজাল হোসেন বলেন, আমি একর জমিতে মুগডালের চাষ করেছি। ফলনও ভাল হয়েছে বাজারে দাম পাচ্ছি ভাল।

আমতলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র জানান, চলতি বছরে আমতলী উপজেলায় হাজার ৫শহেক্টর জমিতে হাইব্রিড মুগ ডাল চাষ হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবার ৬০ ভাগ বেশি পতিত জমিতেও মুগ ডাল ফলানো হয়েছে

স্থানীয় বাজারের আড়তদাররা জানিয়েছেন, বাজারে প্রতি মণ মুগ ডাল চিকন ৩০০০ হাজার টাকা মুগ মোটা ডাল হাজার থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম জানান, কৃষি বিভাগের পরামর্শ তদারকিতে এবং ভালো আবহাওয়ায় বাম্পার ফলন হয়েছে ডালের। বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মুগ ডালের চাষ করা হয়েছে এবং হেক্টর প্রতি ৯০০ কেজি থেকে ১২০০ কেজি ডাল ফলন হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাম্পার ফলন,আমতলী,মুগডাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close